Suvendu Adhikar

Pakistan - Suvendu: পাকিস্তান হারতেই ফের পটকা-মন্তব্যে সরব শুভেন্দু, ফেসবুকে লিখলেন, জোর কা ঝটকা…

বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন প্রচারসভায় গিয়ে এমন মন্তব্য করতেন। বৃহস্পতিবার সেই মন্তব্যই ঘুরিয়েফিরিয়ে পোস্ট করলেন ফেসবুকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২১ ০২:২৫
Share:

বাবর আজমের দল ৫ উইকেটে হেরে যায়। ফেসবুকে শুভেন্দুর পোস্ট ভেসে ওঠে তার কিছু ক্ষণের মধ্যেই। ফাইল ছবি।

বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন প্রচারসভায় গিয়ে এমন মন্তব্য করতেন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হেরে যাওয়ার পর তিনি সেই মন্তব্যই ঘুরিয়েফিরিয়ে পোস্ট করলেন ফেসবুকে। শুভেন্দু লেখেন, ‘দেশদ্রোহীদের জোর কা ঝটকা/ পাকিস্তানের হারে ফাটছে পটকা।’

বৃহস্পতিবার ছিল টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে বাবর আজমের দল ৫ উইকেটে হেরে যায়। ফেসবুকে শুভেন্দুর পোস্ট ভেসে ওঠে তার কিছু ক্ষণের মধ্যেই। দু’ছত্র ছড়া-সহ শুভেন্দু সেখানে লিখেছেন, ‘ভারত পাকিস্তানের ম্যাচে ভারতের হারে যারা পটকা ফাটিয়েছিল, উল্লাস করেছিল, আজ সেইসব দেশদ্রোহীদের জন্য কালো দিন। অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হার আজ তাদের মুখে ঝামা ঘসে দিল।’ ফেসবুকের ওই পোস্টে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমকে আলাদা করে অভিনন্দনও জানান শুভেন্দু।

Advertisement

এর আগে বিধানসভা নির্বাচনের একাধিক প্রচারসভায় শুভেন্দু এমন মন্তব্য করেন। এ বছর স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানে ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগানও দিয়েছিলেন তিনি। গত ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বিজেপি-র একটি অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন শুভেন্দু। সংক্ষিপ্ত ভাষণের শেষে বিরোধী দলনেতার মুখে শোনা যায়, ‘‘ভারতমাতা জিন্দাবাদ। ভারত জিন্দাবাদ। পাকিস্তান মুর্দাবাদ।’’ শুভেন্দুর সেই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছিল সমস্ত রাজনৈতিক দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement