Suvendu Adhikari

ক্লাব-অনুদানের অডিট চান শুভেন্দু, খোঁচা ফিরহাদের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ১০:৩৬
Share:

ফাইল চিত্র।

রাজ্য সরকারের ক্লাবকে অনুদান দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে ওই বিষয়ে সিএজি-র অডিটের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোমবার অভিযোগ করেন, ক্লাবকে অনুদান দেওয়ার নাম করে স্থানীয় তৃণমূল নেতা এবং বিধায়কদের অনেকে ওই টাকা নিয়েছেন। এই প্রেক্ষিতেই ক্লাবগুলিকে রাজ্য সরকারের দেওয়া টাকার অডিট চেয়েছেন তিনি। শুভেন্দুর কথায়, “ক্লাবগুলিকে ভবন, জিম, সুইমিং পুল, মাঠ ইত্যাদি খেলাধুলোর পরিকাঠামো গড়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হয়েছিল। ওই টাকা ক্লাবগুলি সেই কাজেই ব্যবহার করেছে কি না, তা জানতে অডিট হওয়া দরকার। রাজ্য কোষাগারের টাকা এ ভাবে নয়ছয় করা যায় না। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এ বিষয়ে জানাব।” শুভেন্দুর এই অভিযোগের জবাবে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কটাক্ষ, “পিএম কেয়ার্স তহবিলের অডিট কেন হয় না, সেই জবাব আগে বিজেপি দিক। আমাদের রাজ্য সরকারের সব দফতরের অডিট হয়। আর শুভেন্দু তৃণমূল বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী থাকাকালীন তাঁর সুপারিশেও অনেক ক্লাব টাকা পেয়েছে। উনি কি তা হলে সেখান থেকে কাটমানি নিয়েছেন?”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement