শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন কুণাল ঘোষ। ফাইল চিত্র।
কলকাতা হাই কোর্টে স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিম্ন আদালতের শুনানিতে আপাতত তাঁকে হাজিরা দিতে হবে না। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলা করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। গত শনিবার ওই মামলার শুনানির সময় শুভেন্দুকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় নিম্ন আদালত। ওই নির্দেশ খারিজের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু।
এই মামলায় শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন যে, আপাতত শুভেন্দুকে হাজিরা দিতে হবে না। তাঁর আইনজীবী আদালতে উপস্থিত থাকলেই হবে।
এই মামলায় কুণালের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, ‘‘বিরোধী দলনেতা নিম্ন আদালতের শুনানির উপর স্থগিতাদেশ চেয়েছিলেন। হাই কোর্ট এখনই তা খারিজ করে দিয়েছে। একই সঙ্গে জানিয়েছে, উচ্চ আদালতে মামলাটি যত দিন বিচারাধীন থাকবে তত দিন শুভেন্দুকে হাজিরা দিতে হবে না নিম্ন আদালতে।’’ আগামী ১৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।