Suvendu Adhikari

বালুর বিরুদ্ধে নয়া অভিযোগ শুভেন্দুর, হুঁশিয়ারি দিলীপেরও

বিজেপির এই আক্রমণে ‘চক্রান্ত’ই দেখছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘এ সব চক্রান্তমূলক কথা। ওঁরা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু করার দিবাস্বপ্ন না দেখেন। মমতা পর্যন্ত পৌঁছনোর আগে বিজেপি দলটাই বিদায় হয়ে যাবে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ০৬:২৯
Share:

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

রেশন-কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় (বালু) মল্লিকের বিরুদ্ধে এ বার বন দফতরেও দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে একটি সভায় শনিবার তিনি বলেন, ‘‘এই যে খাদ্য চোর, আটা চোর বালু, এই চোর গত মাস পর্যন্ত বন দফতরের প্রতি রেঞ্জে পাঁচ লক্ষ টাকা করে তুলেছেন।’’ পাশাপাশি, খাদ্য দফতরে শুরু তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ডাক পাবেন বলে মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির এই জোড়া আক্রমণ খারিজ করে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস।

Advertisement

নন্দকুমারে এ দিন বিজেপির ‘বিজয়া সম্মিলিনী’র অনুষ্ঠানে শুভেন্দু ওই অভিযোগ করে বলেন, ‘‘আমি এই মঞ্চ থেকে সমস্ত ডিএফও এবং শ'মিল মালিকদের হুঁশিয়ারি দিচ্ছি, যাঁরা পাঁচ লক্ষ টাকা করে দিয়ে এসেছেন বালুর পিএ-র হাতে, এই মাস থেকে বন্ধ করুন। না হলে বন দফতরেও খাপ খুলব!’’ সেই সঙ্গেই শুভেন্দুর মন্তব্য, ‘‘এমনিতেই নিয়োগ নিয়ে ফেঁসে আছে। সেই মামলার শুনানি চলছে। আগামী দিনে বুঝে নেব।’’ অন্য দিকে দিলীপের দাবি, ‘‘সব দুর্নীতির দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। দিন আসছে। ঘড়ির দিকে তাকিয়ে থাকুন। মন্ত্রীরা জেলে যাচ্ছেন। দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে চিঠি এসেছে। দিদির কাছেও চিঠি আসছে! আমরা অপেক্ষা করে আছি, কবে চিঠিটা দিদির কালীঘাটের বাড়িতে যাবে। অপেক্ষা করুন! চোরের রাজত্ব শেষ হয়ে আসছে।’’

বিজেপির এই আক্রমণে ‘চক্রান্ত’ই দেখছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘এ সব চক্রান্তমূলক কথা। ওঁরা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু করার দিবাস্বপ্ন না দেখেন। মমতা পর্যন্ত পৌঁছনোর আগে বিজেপি দলটাই বিদায় হয়ে যাবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement