শুভেন্দু অধিকারী।— ফাইল ছবি।
আজ, শুক্রবার ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু,
আসতে পারবেন না বলে বৃহস্পতিবার চিঠি দিয়ে জানালেন তিনি।
নারদ কাণ্ডে টিভিতে শুভেন্দুকে টাকা নিতে দেখা গিয়েছে ফুটেজে। সেই তদন্তেই নেমেছে ইডি। এক এক করে ডেকে পাঠানো হচ্ছে অভিযুক্তদের। এর আগে দু’বার চিঠি দিয়ে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের আর এক মন্ত্রী, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও। তিনি ব্যস্ত রয়েছেন বলে দু’বারই হাজিরা দেননি।
শুভেন্দু ও শোভন ছাড়াও অগস্টে রাজ্যের আরও দুই মন্ত্রী ববি হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ইডি। ববি-র যাওয়ার কথা ৯ অগস্ট এবং সুব্রত-র ১১ অগস্ট। সূত্রের খবর, আগামী ২৬ অগস্ট হজ করতে দেশ ছাড়বেন ববি।
সূত্রের খবর, বৃহস্পতিবার পরিবহণমন্ত্রীর এক প্রতিনিধি ইডি দফতরে এসে শুভেন্দুর চিঠি দিয়ে যান। সেই চিঠিতে বলা হয়েছে, আগে থেকে ঠিক করে রাখা কিছু কাজ রয়েছে বলে তিনি শুক্রবার ইডি-তে আসতে পারবেন না। কবে, তিনি আসতে পারবেন তা তিনি নিজেই পরে ইডি-কে জানাবেন। এ নিয়ে ইডি-র কোনও কর্তা মুখ খুলতে চাননি। এক বার উত্তর ২৪ পরগনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং এক বার বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপের কারণে বৃষ্টির জন্য ইডি-তে হাজিরা দিতে পারেননি বলে শোভন জানিয়েছেন। আগামী ১০ অগস্ট তাঁর ইডি-তে আসার কথা।