Suvendu Adhikari

সিঙ্গুরের বিধায়কের ছেলে বিজেপিতে আসতে চান,চন্দননগরে দাবি শুভেন্দুর

রাজ্যে দলবদলের আবহে সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে তুষারকে নিয়ে নতুন জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ২২:০৫
Share:

সভায় বক্তৃতা শুভেন্দু অধিকারীর। নিজস্ব চিত্র

রাজ্যে দলবদলের আবহে সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে তুষারকে নিয়ে নতুন জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার হুগলির চন্দননগরের সভায় তিনি দাবি করেন, রবীন্দ্রনাথের ছেলে বিজেপিতে যোগ দিতে চান।

Advertisement

বুধবার চন্দননগরের তালডাঙা থেকে জ্যোতির মোড় পর্যন্ত মিছিল করেন শুভেন্দু। এর পর এক সভায় তিনি দাবি করেন, তুষার তাঁকে ফোন করেছিলেন। তাঁর এ-ও দাবি, তুষার বিজেপিতে যোগ দেওয়ার কথা তাঁকে ফোনে জানিয়েছেন। শুভেন্দুর কথায়, ‘‘রাজীব বন্দ্যোপাধ্যায় এখন বেসুরো। কী করবে জানি না। টিভিতে দেখলাম প্রবীর ঘোষালও বেসুরো। সিঙ্গুরের মাস্টারমশাইও বেসুরো।’’ রবীন্দ্রনাথ এবং হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার মধ্যে দ্বন্দ্ব গত কয়েক দিন আগেই প্রকাশ্যে চলে আসে। যা নিয়ে হস্তক্ষেপ করতে হয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথের পুত্রকে শুভেন্দুর দাবি নতুন করে জল্পনা তৈরি করেছে। তাৎপর্যপূর্ণ ভাবে আগামিদিনে হুগলির সিঙ্গুর এবং ধনেখালিতে জনসভা করার কথা এ দিন জানিয়েছেন ওই বিজেপি নেতা।

বুধবার নাম না করে চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। বলেন, ‘‘এক ছিন্নমূল বিধায়ক আছেন। যখন যে পার্টি আসে তখন তিনি সেই পার্টিতে থাকেন।’’ ইন্দ্রনীলের বিরুদ্ধে সঙ্গীত মেলা থেকে ‘কাটমানি’ আদায়ের অভিযোগও তুলেছেন শুভেন্দু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement