Suvendu Adhikari

সিসিটিভি’তেও দুর্নীতি, অভিযোগ শুভেন্দুর

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং রাজ্য মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন ‘রাত্তিরের সাথী’ প্রকল্পে সিসিটিভি বসাতে উদ্যোগী হয়েছে। কিন্তু তার খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ০৬:১০
Share:

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

আর জি কর-কাণ্ড সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে নির্দেশ দেওয়ার পরে রাজ্য মেডিক্যাল কলেজগুলিতে যে সিসিটিভি লাগানো শুরু করেছে, তাতেও দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ড্‌লে শুভেন্দুর প্রশ্ন, ‘অভয়ার জন্য ন্যায়-বিচারের নামেও তোলামূলের কাটমানি উপার্জনের পন্থা?’ শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য অভিযোগে আমল দেয়নি।

Advertisement

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং রাজ্য মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন ‘রাত্তিরের সাথী’ প্রকল্পে সিসিটিভি বসাতে উদ্যোগী হয়েছে। কিন্তু তার খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। দু’টি সরকারি নথির ছবি পোস্ট করে তাঁর বক্তব্য, দরপত্রে ধার্যমূল্য অনুযায়ী, ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি সিসিটিভি লাগানোর জন্য খরচ ১ লক্ষ ৬৫ হাজার ৪০০ টাকা। একই ভাবে আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজে প্রতিটি সিসিটিভি-র জন্য খরচ পড়ছে প্রায় সাড়ে ৩ লক্ষ ৫১ হাজার ৯৭৪ টাকা! তাঁর মন্তব্য, ‘গোটা রাজ্যের মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার সীমাহীন দুর্নীতির পাঁকে নিমজ্জিত। কিন্তু এই অবিশ্বাস্য চমকে দেওয়া দরপত্র সব দুর্নীতিকে ছাপিয়ে গিয়েছে।’ যদিও তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, “স্বাস্থ্য প্রশাসন পুরো কাজটা করছে। ওঁর নির্দিষ্ট কোনও অভিযোগ থাকলে নির্দিষ্ট জায়গায় জমা দিন। হাওয়ায় কথা বলে লাভ নেই!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement