মমতা বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেব
তৃণমূলে যোগ দিয়েই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সুস্মিতা দেব। তার আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তার পর তাঁর সঙ্গেই দেখা করতে যান মমতার সঙ্গে। সন্তোষমোহন দেবের কন্যা বলেছেন, ‘‘দারুণ আলোচনা হয়েছে। দল নিয়ে তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) চিন্তা ভাবনায় অনেক কিছু রয়েছে।’’
কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ১৫ অগস্ট ইস্তফা দিয়েছিলেন সুস্মিতা। লিখেছেন, ‘জাতীয় কংগ্রেসের সঙ্গে তিন দশকের সম্পর্ক শেষ করছি।’ একটা সময় মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিও ছিলেন তিনি। সোমবারই তিনি তৃণমূলে যোগ দেন। অভিষেকের হাত ধরে তাঁর যোগদানের ছবিও পোস্ট করা হয় নেটমাধ্যমে। তার পরই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন অভিষেকও।
মমতা, অভিষেক ও সুস্মিতার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছু ক্ষণ কথাবার্তা হয়েছে। বৈঠকের পর সুস্মিতা সংবাদ মাধ্যমে জানান, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হল। দল সম্পর্কে অনেক বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনায় দূরদৃষ্টি লক্ষ্য করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করতে গিয়েছিলাম। দারুণ আলোচনা হয়েছে। দলের জন্য অসম্ভব ভাল ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে তাঁর। আশা করি, আমিও এই ব্যাপারে দলের কাজে আসব।’’