Susanta Ghosh

সুশান্ত ঘোষের বই

মহাবোধি সোসাইটি হলে আজ, বুধবার প্রকাশিত হবে সুশান্তবাবুর ‘কারাবাসের দিনগুলি’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ০৫:৩০
Share:

ছবি: সংগৃহীত।

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত হয়ে জেলে যেতে হয়েছিল তাঁকে। পরে অবশ্য পুলিশ-সিআইডি তেমন প্রামাণ্য কিছু পেশ করতে পারেনি। আদালতের নির্দেশেই এখন মুক্ত তিনি, নিজের জেলায় যাওয়ার উপরে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা সুশান্ত ঘোষের সেই কারাবাসের সময়ের দিনলিপি এ বার প্রকাশ্যে আসছে বই হয়ে। মহাবোধি সোসাইটি হলে আজ, বুধবার প্রকাশিত হবে সুশান্তবাবুর ‘কারাবাসের দিনগুলি’। লেখকের পাশাপাশিই অনুষ্ঠানে থাকার কথা তরুণ মজুমদার, অভিনেতা চন্দন সেন, আজিজুল হক, বিকাশ ভট্টাচার্য, মহম্মদ সেলিম, অরুণাভ ঘোষ প্রমুখের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement