—নিজস্ব চিত্র।
অরণ্য ধ্বংস করে অযোধ্যা পাহাড় এলাকায় টুরগা জলবিদ্যুৎ প্রকল্প গড়া চলবে না। এমনই জানালেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এ নিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রবিবার ওই প্রকল্পের সমীক্ষকদের কাজে বাধা দিলেন তাঁরা।
ওই প্রস্তাবিত প্রকল্পের সমীক্ষার জন্য রবিবার পুলিশবাহিনী নিয়ে অযোধ্যা পাহাড় এলাকায় গেলে সেখানকার বনাধিকার কমিটির সদস্য-সহ গণ ও প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও কমিটির তরফে মহিলা- পুরুষ নির্বিশেষে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের অনেকের হাতে তীর-ধনুকও ছিল। আন্দোলনকারীরা সাফ জানান, অরণ্য ধ্বংস করে এই প্রকল্প করতে দেবেন না তাঁরা।
প্রসঙ্গত, এ প্রকল্পের বিরুদ্ধে প্রায় চার বছর ধরে প্রতিবাদ চলছে। এর বিরুদ্ধে স্থানীয় বাড়ে লহর ও সংলগ্ন এলাকা-সহ মোট ন’টি গ্রামের বাসিন্দারা একত্রিত হয়েছেন। আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভের জেরে সমীক্ষা না করেই ফিরে যায় সমীক্ষাকদের দল। বিক্ষোভের জেরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় অযোধ্যা পাহাড়ে।