Supreme Court of India

Teacher Recruitment: শিক্ষক মামলায় রাজ্যকে নোটিস

কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশের বিরুদ্ধে সুনীল পাল-সহ ১১ জন শিক্ষক সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ০৬:০৫
Share:

ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গের ১১ জন প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত মামলায় রাজ্য সরকার-সহ সব পক্ষের কাছে নোটিস পাঠানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

Advertisement

কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশের বিরুদ্ধে সুনীল পাল-সহ ১১ জন শিক্ষক সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন। মামলাকারী শিক্ষকদের অন্যতম আইনজীবী এক্রামুল বারি জানান, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ পাঠ্যক্রমে প্রাপ্ত নম্বর সংক্রান্ত বিষয়েই এই মামলা।

ওই আইনজীবী জানান, সুনীল পাল-সহ ১১ জন ২০০১-০২ সালে এক বছরের প্রাথমিক শিক্ষণ পাঠ্যক্রমে পাঠ নেন। ২০১৬ সালে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অধীনে নিযুক্ত হন তাঁরা। অভিযোগ, প্রথমে সংসদ তাঁদের সেই শিক্ষণের জন্য প্রাপ্ত নম্বর দিতে রাজি হয়নি। ওই শিক্ষকেরা তখন কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন এবং উচ্চ আদালতের নির্দেশক্রমেই চাকরি পান। কিন্তু পরবর্তী কালে জেলা সংসদের চেয়ারম্যান ওই ১১ জনের নিয়োগ বাতিল করেন। তাঁর এই সিদ্ধান্তের পিছনে যুক্তি দেখানো হয়, বীরভূম জেলার একটি ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, ২০১০ সালের আগে যাঁরা হাই কোর্টে মামলা করেছিলেন, তাঁরা এক বছরের শিক্ষণ পাঠ্যকর্মের জন্য নম্বর পাবেন। সুনীলবাবুদের মামলা তার পরে হওয়ায় তাঁরা সেই নম্বর পাবেন না। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement