—ফাইল চিত্র।
গুজরাতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের পরেই বঙ্গে সব করোনা হাসপাতালে ‘ফায়ার সেফটি’ বা অগ্নি-সুরক্ষা ব্যবস্থা নিয়ে অডিট করার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। সব কোভিড হাসপাতালের অগ্নি-সুরক্ষার অডিটের জন্য দ্রুত পদক্ষেপ করতে শুক্রবার সব রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অনুযায়ী এই ধরনের সব হাসপাতালকেই পুনরায় ফায়ার অডিটের নির্দেশ দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
ওই দফতরের এক কর্তা শনিবার বলেন, ‘‘এই ব্যাপারে আমরা আগেই নির্দেশ দিয়েছি। অবিলম্বে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অডিট সম্পূর্ণ করতে হবে বলে আবার জানানো হচ্ছে।’’ স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রাজ্যে মোট কোভিড হাসপাতালের সংখ্যা ১০২। তার মধ্যে ৪৫টি সরকারি এবং বেসরকারি হাসপাতাল ৫৭টি। সর্বোচ্চ আদালত জানিয়েছে, সব কোভিড হাসপাতালকে চার সপ্তাহের মধ্যে দমকল দফতরের কাছ থেকে এনওসি নিতে হবে।