SSC Recruitment

সেই এপ্রিল থেকে এই এপ্রিল, সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল, রাজ্য সরকার কি নতুন ‘বিড়ম্বনায়’? নানা মত তৃণমূলে

গত বছর লোকসভা নির্বাচনে বাংলায় প্রথম দফায় ভোট হয়েছিল ১৯ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট ছিল ২৬ এপ্রিল। প্রথম দফার ভোট হয়ে যাওয়ার পরে এবং দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে কলকাতা হাই কোর্ট ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১২:৪৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত বছর ২২ এপ্রিল ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কালক্ষেপ না করে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘আমরা কারও চাকরি খেতে দেব না।’’ ঠিক এক বছর পর এ বছরের এপ্রিলে সুপ্রিম কোর্টও হাই কোর্টের সেই নির্দেশই বহাল রাখল। শীর্ষ আদালতেও বাতিল হয়ে গেল ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া গোটা প্যানেল। যা শাসকদল তৃণমূল তথা রাজ্য সরকারের ‘নতুন বিড়ম্বনা’ বলে ইতিমধ্যেই চিহ্নিত হতে শুরু করেছে। বিরোধীরাও ময়দানে নেমেছে।

Advertisement

তৃণমূলের অন্দরের আলোচনায় প্রাথমিক ভাবে দু’টি অভিমত উঠে আসছে। একাংশের বক্তব্য, নিয়োগে অনিয়ম নিয়ে রাজ্য সরকার সম্পর্কে জনমানসে যে ‘নেতিবাচক ধারণা’ রয়েছে, তা আরও দৃঢ় হল। আরও এক বার কমিশনের ‘অপদার্থতা’ বেআব্রু হয়ে গেল। তবে শাসকদলের অন্য অংশ এর মধ্যেও ‘ইতিবাচক’ দিক খুঁজতে চাইছে। তাদের বক্তব্য, নতুন করে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে এই ধারণা আর থাকবে না। ফলে আগামী বছরের বিধানসভা ভোটেও এর কোনও প্রভাব পড়বে না।

গত বছর লোকসভা নির্বাচনে বাংলায় প্রথম দফায় ভোট হয়েছিল ১৯ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট ছিল ২৬ এপ্রিল। প্রথম দফার ভোট হয়ে যাওয়ার পরে এবং দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে কলকাতা হাই কোর্ট ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল। শাসকদলের এক প্রথম সারির নেতার বক্তব্য, দ্রুততার সঙ্গে সেই সময়ে সুপ্রিম কোর্টে যাওয়া ছিল নবান্নের ‘রাজনৈতিক’ সিদ্ধান্ত। কারণ, চাকরিরতদের নবান্ন ‘বার্তা’ দিতে পেরেছিল, যোগ্যদের চাকরি চলে যাক, তা রাজ্য সরকার চায় না।

Advertisement

গত এক বছর ধরে একাধিক শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’ বাছাই করার কথা বলা হয়েছিল আদালতের তরফে থেকে। কিন্তু তা সম্ভব হয়নি। ফলে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে। যা জেনে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, ‘‘যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা উচ্ছন্নে যাক! কিন্তু যারা যোগ্য, তাদের প্রতি এই রায়ে অবিচার হল।’’ তবে একান্ত আলোচনায় তৃণমূলের অনেকেই বলছেন, এই নির্দেশ শুধুমাত্র ২৬ হাজার চাকরিপ্রার্থী বা তাঁদের পরিবার-পরিজনের বিষয় নয়। সার্বিক ভাবে এই রায় জনমানসে রাজ্য সরকার, রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং কমিশনের ভূমিকা নিয়ে ‘বিরূপ’ ধারণাকে আরও শক্তিশালী করবে।

কিন্তু তৃণমূলেরই ‘আশাবাদী’ অংশের দাবি, নির্বাচনী রাজনীতিতে এর সরাসরি কোনও প্রভাব পড়বে না। কারণ, ভোট এখনও এক বছর বাকি। তৃণমূলের এক সাংসদের কথায়, ‘‘লোকসভার মধ্যে তো হাই কোর্ট গোটা প্যানেল বাতিলের রায় দিয়েছিল। তার পরে আমাদের ফল তো ২০১৯ সালের লোকসভা নির্বাচনের চেয়ে ভাল হয়েছিল।’’ তবে পোড়খাওয়া নেতাদের অনেকেই বলছেন, এই ধরনের ঘটনা ধারাবাহিক ঘটতে থাকলে তার প্রভাব সুদূরপ্রসারী হতে বাধ্য। তাঁদের মতে, বিন্দু বিন্দু করেই সিন্ধু হয়। তৃণমূলের এক নেতার কথায়, ‘‘আরজি কর আন্দোলনের সময়ে যে নাগরিক আন্দোলন দেখেছিলাম, তা ছিল সরকার-বিরোধী ক্ষোভের বহিঃপ্রকাশ। এখন ভোটে তার প্রভাব পড়ছে না মানে ভবিষ্যতেও পড়বে না, তা হলফ করে বলা যায় কি?’’

প্রত্যাশিত ভাবেই রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন বিরোধী নেতারা। রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে বাংলার স্কুলশিক্ষা ধ্বংস হতে বসেছে। রাজ্য সরকারের কারণেই এত ছেলেমেয়েকে এই দুর্বিষহ অবস্থার মধ্যে পড়তে হল।’’ সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, “সরকারের অপদার্থতার জন্যই এই ঘটনা ঘটল। অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও বাঁকা চোখে দেখা হচ্ছে। এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী।” আবার কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, ‘‘এর দায় একমাত্র মুখ্যমন্ত্রীর। তাঁর সরকার, তাঁর শিক্ষা দফতর, তাঁর দলের লোকই এই দুর্নীতি করেছে।’’

নিয়োগ দুর্নীতির গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে। অনেকে গ্রেফতার হয়েছেন। তাঁদের অনেকে এত দিনে জামিনও পেয়ে গিয়েছেন। যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলবন্দি এই নিয়োগ দুর্নীতি মামলাতেই। ঘটনাচক্রে, যে যে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে, তা সবই পার্থের আমলের। সুপ্রিম কোর্টের ঘোষিত রায়ে বলা হয়েছে, ২০১৬ সালের যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। ২০১৬ সালে পরীক্ষা দিয়ে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় আবেদন জানাতে পারবেন বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। এখানেই শাসকদলের অনেকে প্রশ্ন তুলছেন, সেই প্রক্রিয়া যদি এখন হয়, তা হলে এক বছর ধরে কমিশন তা করতে পারল না কেন? তবে পরিস্থিতি যে ‘জটিল’, তা প্রায় সকলেই মানছেন। এখন দেখার শিক্ষা দফতর এবং এসএসসি এর পর কী পদক্ষেপ করে। তৃণমূলই বা কী ভাবে ‘রাজনৈতিক’ মোকাবিলার ভাষা তৈরি করে।

ভ্রম সংশোধন: এই খবরটি প্রথম প্রকাশের সময়ে লেখা হয়েছিল, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে আদালত। কিন্তু এই তিন মাসের সময়সীমা সমগ্র নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আদালতের রায়ের প্রতিলিপিতে লেখা হয়েছে, চাকরিহারা যে প্রার্থীরা আগে কোনও সরকারি দফতরে বা সরকার পোষিত দফতরে চাকরি করতেন, তিন মাসের মধ‍্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট সরকারি দফতরকে তাঁদের চাকরি ফেরত দিতে হবে। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement