প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আরজি কর মামলার শুনানি। —ফাইল চিত্র।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। তবে নির্দেশনামায় প্রধান বিচারতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, বুধবার সবার আগে এই মামলার শুনানি হবে। শুনানির তালিকায় প্রথম মামলা হিসাবে রাখা হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে সেই শুনানি স্থগিত করে দেন প্রধান বিচারপতি। তবে তিনি জানান, বুধবারই এই মামলার শুনানি হবে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশনামাতেও সে কথার উল্লেখ রয়েছে। জানানো হয়, বুধবার শুনানির তালিকায় প্রথম থাকবে আরজি কর মামলা।
গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ থেকে এক মহিলা চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। গত তিন মাস ধরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। নির্যাতিতার জন্য বিচারের দাবিতে পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তার পরই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে মামলা শুনবে বলে জানায়। সেই থেকে শীর্ষ আদালতের তত্ত্বাবধানে ঘটনার তদন্ত করছে সিবিআই।
মঙ্গলবারের শুনানিতে তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের। একই সঙ্গে সিভিক ভলান্টিয়ার নিয়ে রাজ্য সরকারের হলফনামা দেওয়ার কথা ছিল। গত শুনানিতে হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার দিয়ে নিরাপত্তার দায়িত্ব সামলানোর বিষয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। সিভিক ভলান্টিয়ারের নিয়োগ, তাঁদের বেতন ইত্যাদি সম্পর্কিত ছ’টি প্রশ্নের উত্তর তলব করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ। সেই প্রশ্নগুলির জবাব মঙ্গলবার হলফনামা আকারে জমা দেওয়ার কথা ছিল রাজ্যের।
পাশাপাশি, হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে রাজ্য কী কী কাজ করেছে তা-ও মঙ্গলবার আদালতে জানানোর কথা ছিল রাজ্য সরকার। গত শুনানিতে রাজ্য সরকার আদালতে জানিয়েছিল, অক্টোবরের শেষের মধ্যেই সব কাজ শেষ হবে। সে ব্যাপারে রাজ্যের ‘স্টেটাস রিপোর্ট’ও দেখার কথা প্রধান বিচারপতির। বুধবার এই সব বিষয়ই উঠবে শুনানিতে। উল্লেখ্য, ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করবেন চন্দ্রচূড়। আগামী ৯ এবং ১০ তারিখ যথাক্রমে শনি ও রবিবার হওয়ায় শুক্রবারই শেষ বার তাঁর বেঞ্চ বসবে। সেই ভাবে দেখলে, বুধবারই শেষ বার আরজি কর মামলা শুনতে চলেছেন প্রধান বিচারপতি, যদি না বৃহস্পতি বা শুক্রবারও মামলা শুনতে চান তিনি।