Bengal Recruitment Case

নিয়োগ দুর্নীতিকাণ্ডে শান্তিপ্রসাদের জামিন নয় কেন? সিবিআইয়ের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট

মঙ্গলবার শান্তিপ্রসাদের আইনজীবীর সুপ্রিম কোর্টে সওয়াল, নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট ফাইল হয়ে গিয়েছে। এই অবস্থায় তাঁর মক্কেলকে জামিন দেওয়া হোক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৫:৫৬
Share:
শান্তিপ্রসাদ সিন্‌হা।

শান্তিপ্রসাদ সিন্‌হা। — ফাইল চিত্র।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিন্‌হার জামিনের মামলায় নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সিবিআইকে নোটিস দিল শীর্ষ আদালত। বিচারপতি এসভিএন ভাটি এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানতে চেয়েছে, কেন শান্তিপ্রসাদের জামিনের বিরোধিতা করছে তারা, তা জানাতে হবে সিবিআইকে। আগামী ২০ মে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ-সহ শিক্ষা দফতরের পাঁচ জন আধিকারিককে গ্রেফতার করে সিবিআই। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। জামিন চেয়ে তাঁরা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। তাঁদের জামিন মঞ্জুর নিয়ে হাই কোর্টের দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য তৈরি হয়। মামলা যায় তৃতীয় বেঞ্চে। তৃতীয় বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী তাঁদের সকলের জামিনের আবেদন খারিজ করে দেন।

হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান পার্থ। জামিন চেয়ে সেখানে মামলা করেন শান্তিপ্রসাদও। মঙ্গলবার তাঁর আইনজীবীর সওয়াল, নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট ফাইল হয়ে গিয়েছে। এই অবস্থায় তাঁর মক্কেলকে জামিন দেওয়া হোক। শীর্ষ আদালতের দুই বিচারপতি এই বিষয়ে সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement