হাই কোর্টে সুকন্যা মণ্ডল। — নিজস্ব চিত্র।
হাই কোর্টে পৌঁছলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। বৃহস্পতিবার সকালেই তিনি বীরভূম থেকে পৌঁছন কলকাতায়।
বীরভূম থেকে কলকাতায় পৌঁছলেন সুকন্যা। চিনার পার্কের ফ্ল্যাটে পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার তাঁর আদালতে হাজিরা দেওয়ার কথা।
সুকন্যা ছাড়াও কলকাতার পথে রওনা দিয়েছেন অনুব্রতের ভাইপো সাত্যকি-সহ মোট ছ’জন। বর্ধমান ছাড়িয়ে তাঁরা এখন কলকাতার পথে। অভিযোগ, সুকন্যা ছাড়াও, অনুব্রতের ভাই সুমিত-সহ মোট ছ’জন টেট না দিয়েই চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার ছ’জনকেই টেট পরীক্ষায় পাশ করার শংসাপত্র নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
হাই কোর্ট বৃহস্পতিবার তলব করেছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে। বৃহস্পতিবার সকালে বীরভূমের বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা দিলেন অনুব্রত-কন্যা সুকন্যা। সকাল সাড়ে ৮টা গাড়ি চড়ে নাগাদ সুকন্যা কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।
বুধবার বিকেলে কলকাতা হাই কোর্টে সুকন্যার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে যে, টেট পরীক্ষা না দিয়েই তিনি প্রাথমিক স্কুলে শিক্ষিকার চাকরি পেয়েছিলেন। এ-ও অভিযোগ যে, সুকন্যা স্কুলে না গিয়েই বেতন পান বাড়িতে বসে। সুকন্যার সই নেওয়ার জন্য স্কুলের রেজিস্টার খাতা অনুব্রতর বাড়িতে পৌঁছে দেওয়া হত বলেও অভিযোগ করা হয়েছে। আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, টেট পরীক্ষা না দিয়েই সুকন্যা প্রাথমিকে চাকরি পেয়েছেন। তাঁর নিয়োগ হয় বোলপুর ওয়েস্ট সার্কেলের কালিকাপুর প্রাইমারি স্কুলে। তাঁর আরও অভিযোগ, শুধু সুকন্যা নন, অনুব্রতের অনেক ঘনিষ্ঠ এবং আত্মীয়ও চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার সুকন্যা সরাসরি কলকাতা হাই কোর্টে না গিয়ে চিনার পার্কের বাড়ি হয়ে হাই কোর্টে পৌঁছতে পারেন বলেও সূত্রের খবর।