Mamata Banerjee

Mamata Banerjee: মুখ্যমন্ত্রিত্বের যোগ্যই নন মমতা : সুকান্ত

সুকান্তর এই মন্তব্যের জবাবে ফিরহাদের প্রতিক্রিয়া, ‘‘এই কথা বলে উনি বাংলার মানুষকে অপমান করলেন। কারণ, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েই ২০১১ সাল থেকে ভোট দিয়ে আসছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ০৭:৩১
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদার। ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যই নন বলে রবিবার মন্তব্য করলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নদিয়ার হাঁসখালিতে গুলিবিদ্ধ এক দলীয় কর্মীকে দেখতে এ দিন তিনি নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি ওই কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রসঙ্গে রাজ্যে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেন। সেই সূত্রেই তাঁর আরও মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা সামলাতে পারেন না। রাজধর্ম পালনে তিনি ব্যর্থ। অথচ, মুখ্যমন্ত্রী থাকার জন্য তিনি উঠেপড়ে লেগেছেন। প্রশাসনও তাঁর ইচ্ছাপূরণে উঠেপড়ে লেগেছে। আমি মনে করি, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যই নন। ফিরহাদ হাকিমও মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্য।’’ সুকান্তর এই মন্তব্যের জবাবে ফিরহাদের প্রতিক্রিয়া, ‘‘এই কথা বলে উনি বাংলার মানুষকে অপমান করলেন। কারণ, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েই ২০১১ সাল থেকে ভোট দিয়ে আসছেন। এ বারও তাঁকে মুখ্যমন্ত্রী করার জন্যই বাংলার মানুষ ২১৩টি আসন তৃণমূলকে দিয়েছেন। বিজেপি নেতারা বাংলার মানুষের থেকেও বেশি বুঝে গিয়েছেন বলে মনে করছেন। সেই কারণেই তাঁদের দলটা এখানে অস্তিত্বহীন হয়ে পড়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement