আর্থিক সংরক্ষণের শংসাপত্র দাবি

বিধানসভায় শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই দাবি জানানোর পাশাপাশি তাঁকে চিঠিও দিয়েছেন সুজনবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৯ ০২:৪২
Share:

—ফাইল চিত্র।

আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণের জন্য প্রয়োজনীয় শংসাপত্র দেওয়া দ্রুত শুরু করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্জি জানালেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। বিধানসভায় শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই দাবি জানানোর পাশাপাশি তাঁকে চিঠিও দিয়েছেন সুজনবাবু। অধিবেশনেও বিষয়টি উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, অন্য রাজ্যে এই শংসাপত্র দেওয়া চালু হলেও এ রাজ্যে এখনও হয়নি। ফলে চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তার সুবিধা নিতে পারছেন না। ওই সংরক্ষণের ফলে সাধারণ পড়ুয়াদের জন্য পড়ে থাকা আসনের সংখ্যা যাতে কমে না যায়, তার জন্য রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে আসন সংখ্যা বাড়াতে বলেছে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া। কিন্তু আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের সংরক্ষণই চালু না হলে সেটাও বাড়ানো যাচ্ছে না। সুজনবাবু বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। অনুরোধ করেছি, যাতে বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement