SUCI

রাজ্যপালের কাছে

বিভিন্ন জেলা থেকে দু’সপ্তাহ ধরে ২৫ হাজার সই সংগ্রহ করেছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ০৫:৩৫
Share:

রাজ ভবনে এসইউসি মহিলা সংগঠনের প্রতিনিধিরা। নিজস্ব চিত্র।

কেন্দ্রীয় কৃষি আইন ও বিদ্যুৎ (সংশোধনী) বিল প্রত্যাহার, মদ নিষিদ্ধ করা ও নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজভবনে গণস্বাক্ষর জমা দিল এসইউসি-র ‘মহিলা সাংস্কৃতিক সংগঠন’ (এমএসএস)। বিভিন্ন জেলা থেকে দু’সপ্তাহ ধরে ২৫ হাজার সই সংগ্রহ করেছে তারা। নেওয়া হয়েছে অনলাইন স্বাক্ষরও। এমএসএস-এর রাজ্য সম্পাদক কল্পনা দত্ত, রুনা পুরকাইত, স্বপ্না দাশগুপ্ত-সহ ৮ জনের প্রতিনিধিদল সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের দফতরে দাবিপত্র জমা দিয়েছেন। কল্পনাদেবী জানান, তাঁরা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন। পাশাপাশি, রাস্তার আন্দোলনও চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement