SUCI

‘অপশাসনের’ বিরুদ্ধে আন্দোলন তৈরির ডাক

বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনকেও সমর্থন জানিয়েছেন প্রভাস। সমাবেশে ভিড় ছিল চোখে পড়ার মতো। সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য চিররঞ্জন চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ০৯:৩৮
Share:

এসইউসি-র সমাবেশ। রানি রাসমণি অ্যাভিনিউয়ে। —নিজস্ব চিত্র।

কেন্দ্র ও রাজ্যের শাসক দলের ‘অপশাসনের’ বিরুদ্ধে গণ-আন্দোলন তৈরির আহ্বান জানালেন এসইউসি-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। শিবদাস ঘোষের ৪৮তম প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ থেকে প্রভাস বলেছেন, “বিজেপি দেশপ্রেমের আলখাল্লা পরে সম্প্রদায়িক বিভাজন তৈরি করছে ও দমন-পীড়ন চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস ব্যাপক দুর্নীতি করছে, ভোট কেনার লক্ষ্যে দান খয়রাতির প্রকল্প চালাচ্ছে।” তাঁর আরও দাবি, ভোটের মাধ্যমে শুধু সরকার বদল করে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা যায় না। ঐক্যবদ্ধ বাম আন্দোলনে সিপিএমের ‘যোগ না দেওয়ার’ সমালোচনাও করেছেন তিনি। পাশাপাশি, বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনকেও সমর্থন জানিয়েছেন প্রভাস। সমাবেশে ভিড় ছিল চোখে পড়ার মতো। সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য চিররঞ্জন চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement