Subrata Mukherjee

আদালতে হাজিরা, জামিন সুব্রতের

বহু পুরনো মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন নিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২১ ০৭:৪৪
Share:

সুব্রত মুখোপাধ্যায়। ফাইল চিত্র।

বহু পুরনো মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন নিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়। যে সব মামলায় রাজনৈতিক ব্যক্তিত্বেরা জড়িত, তার শুনানির জন্য বিধাননগরের ময়ূখ ভবনে যে বিশেষ আদালত গঠিত হয়েছে, সেখানেই বৃহস্পতিবার হাজিরা দিয়েছিলেন সুব্রতবাবু। বাসের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কার একটি ঘটনায় কয়েক দশক আগে পরোয়ানাও জারি হয়েছিল। মামলার নিষ্পত্তি এখনও হয়নি। সুব্রতবাবু বলেন, ‘‘বছর তিরিশেক আগে আমার বাড়ির কাছেই ওই ঘটনা ঘটেছিল। বাসের সঙ্গে ধাক্কার ঘটনায় অনেকে সাক্ষ্যও দিয়েছিল। তার পর থেকে মামলা চলছে। আগে দু’বার হাজিরা দিয়েছি। সাম্প্রতিক কালে এই প্রথম বার এই মামলায় আবার কোর্টে যেতে হল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement