PSU

‘ভয়মুক্ত ক্যাম্পাস’, ছাত্র নির্বাচনের দাবি

রাজ্য সরকার ও রাজ্য সরকারের তরজা বন্ধ করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিও তোলা হয়েছে ছাত্র সমাবেশে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৪৯
Share:

যাদবপুরে পিএসইউ-এর ছাত্র সমাবেশ। —নিজস্ব চিত্র।

র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস এবং স্বচ্ছ ও সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠে এল ‘ছাত্র শহিদ দিবসে’র সমাবেশ থেকে। কলেজ স্ট্রিটে শুক্রবার সমাবেশের আয়োজন করেছিল এসএফআইয়ের কলকাতা বিশ্ববিদ্যালয় শাখা। ‘ভয়মুক্ত ক্যাম্পাস’ গড়ার দাবি তোলা হয়েছে সেখানে। যাদবপুর ৮বি মোড়ে পিএসইউ-এর ছাত্র সমাবেশ থেকেও একই ধরনের দাবিতে সরব হয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক নওফেল মহম্মদ সফিউল্লা, আরএসপি-র যুব নেতা মৃন্ময় সেনগুপ্ত প্রমুখ। রাজ্য সরকার ও রাজ্য সরকারের তরজা বন্ধ করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিও তোলা হয়েছে ছাত্র সমাবেশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement