SFI

ছাত্র-বিক্ষোভের ডাক

এসএফআই আজ রাজ্য জুড়ে বিক্ষোভ, আইন অমান্য এবং প্রয়োজনে পথ অবরোধের ডাক দিয়েছে। কলকাতায় মূল বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা কলেজ স্কোয়ারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ০৬:৪৩
Share:

প্রতীকী ছবি।

স্বাস্থ্যবিধি মেনে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আজ, সোমবার বিক্ষোভের ডাক দিয়েছে সিপিএম ও কংগ্রেসের ছাত্র সংগঠন। এসএফআই আজ রাজ্য জুড়ে বিক্ষোভ, আইন অমান্য এবং প্রয়োজনে পথ অবরোধের ডাক দিয়েছে। কলকাতায় মূল বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা কলেজ স্কোয়ারে। উত্তর ২৪ পরগনার বারাসত, বাদুড়িয়া, সোদপুর ও দমদম ক্যান্টনমেন্টে বিক্ষোভের কর্মসূচি আছে বাম সংগঠনের। ছাত্র পরিষদ আজই বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে একই দাবিতে। সল্টলেক সিটি সেন্টারের কাছে জমায়েত হয়ে বিকাশ ভবনের দিকে যাবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement