Students involved

পরীক্ষা বাতিল করে পাস করানোর দাবিতে সোশাল মিডিয়ার হ্যাশট্যাগ আন্দোলনে রাজ্যের পড়ুয়ারাও

পশ্চিমবঙ্গ ছাড়াও কর্নাটক, রাজস্থান, তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের পড়ুয়ারাও এই হ্যাশট্যাগ আন্দোলনে সামিল হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২০ ২০:১৫
Share:

গ্রাফিক: সৌভিক দেবনাথ।

সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে পরীক্ষাবিরোধী আন্দোলন। দেশের বিভিন্ন প্রান্তের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পরীক্ষা বাতিলের দাবিতে হ্যাশট্যাগ ঝড় তুলেছেন। তাঁদের দাবি, মূল্যায়নের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কশিট দিতে হবে। করোনা পরিস্থিতিতে এ বছরের মতো তাঁদের পাশ করিয়ে দিতে হবে। এই আন্দোলনে সামিল এ রাজ্যর ছাত্রছাত্রীরাও। ইতিমধ্যে কলকাতা, কল্যাণী, বর্ধমান, উত্তরবঙ্গ সমেত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ পড়ুয়ারা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। এমনকি তাঁরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা দফতরে গণ মেল করে প্রতিবাদ জানিয়েছেন।

Advertisement

পশ্চিমবঙ্গ ছাড়াও কর্নাটক, রাজস্থান, তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের পড়ুয়ারাও এই হ্যাশট্যাগ আন্দোলনে সামিল হয়েছেন। এ রাজ্যের আন্দোলনকারীদের দাবি, করোনা আতঙ্কের মধ্যে পরীক্ষা দিতে গেলে, যদি কেউ আক্রান্ত হন তাঁর দায় কে নেবে? পরীক্ষার সময় ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে। ফলে বছর নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের আগের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পাশ করিয়ে দেওয়া হোক। নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কশিট এবং ডিগ্রি তুলে দিতে হবে পড়ুয়াদের হাতে। আন্দোলন আরও জোরদার করতে #againstexam নামে একটি ফেসবুক পেজও খুলে ফেলেছেন তাঁরা। ইতিমধ্যে সেখানে ৭০ হাজারের উপরে সদস্য হয়ে গিয়েছে। অনলাইন সই সংগ্রহেও নেমেছেন তাঁরা।

আশুতোষ কলেজের তৃতীষ বর্ষের এক আন্দোলনকারী পড়ুয়ার বক্তব্য, “জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার বিরোধিতা করছি। দেশ জুড়েই এই আন্দোলন চলছে। আন্দোলনকে নতুন রূপ দিতে গণ মেলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ১০ হাজার মেল করাও হয়েছে।” রাজ্যস্তর থেকে দেশের অন্যান্য প্রান্তেও শুরু হয়েছে একই ভাবে আন্দোলন। ফেসবুক, টুইটারে কোথাও #StudentLivesMatter, আবার কোথাও #StudentLivesMatter, #BengalAgainstExam নামে আন্দোলন চলছে।

Advertisement

আরও পড়ুন: করোনা-আতঙ্কে জঞ্জাল ফেলার গাড়িতে মৃতদেহ সরানো, ক্ষোভ প্রকাশ করল পুলিশও

আরও পড়ুন: একটার পর একটা দেহ উঠছে পুরসভার গাড়িতে, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement