প্রতীকী ছবি।
কুল রাখি না শ্যাম রাখি নয়, রাখতে হবে শ্যাম আর কুল দু’টোই। বোর্ডের পরীক্ষার পাশাপাশি দিতে হবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও। কিন্তু দু’টি পরীক্ষাই যে কাছাকাছি! কোনটির প্রস্তুতিকে প্রাধান্য দেওয়া হবে? দ্বিধায় পড়েছেন আইএসসি এবং সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের একটি বড় অংশ।
এ বছর রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা প্রায় আড়াই মাস এগিয়ে শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি। আইএসসি ৩ ফেব্রুয়ারি এবং সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ১৫ ফেব্রুয়ারি থেকে। ছাত্রছাত্রী ও শিক্ষকদের একাংশের আশঙ্কা, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এবং আইএসসি ও সিবিএসই দ্বাদশের পরীক্ষা কাছাকাছি সময়ে পড়ে যাওয়ায় জয়েন্টের প্রস্তুতি ভাল ভাবে চালানো যাবে না। পরীক্ষার্থীদের বক্তব্য, বোর্ড পরীক্ষার প্রস্তুতির ধরন ও জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতির ধরন অনেকটাই আলাদা। ফলে কোনও একটি পরীক্ষার প্রস্তুতি ভাল ভাবে নিতে গেলে অন্য পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কা থেকেই যায়।
অতীতে দেখা গিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেরিতে হলে তার ফল বেরোতেও দেরি হয়। তাই ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহী বাংলার অনেক ছাত্রছাত্রী ভিন্ রাজ্যে চলে যান। এর ফলে রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে আসন প্রচুর সংখ্যায় ফাঁকা থেকে যায়। সেই জন্যই এ বছর জয়েন্ট এন্ট্রান্স এগিয়ে আনা হয়েছে।
আরও পড়ুন: কী হবে ছেলেদের? চিন্তায় মালদহের গ্রাম
যদিও অভিযোগ উঠছে, জয়েন্ট এগোনো হয়েছে রাজ্য বোর্ডের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১২ মার্চ। জয়েন্ট দেওয়ার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বেশ খানিকটা সময় পেয়ে যাচ্ছেন।
ক্যালকাটা গার্লস স্কুলের অধ্যক্ষা বাসন্তী বিশ্বাস বলেন, ‘‘আমাদের স্কুলের আইএসসি পরীক্ষার্থীরা দু’টি পরীক্ষাই দেয়। প্রায় একই সঙ্গে দু’টি পরীক্ষা হলে অসুবিধা তো হবেই।’’ শ্রী শিক্ষায়তন স্কুলের মহাসচিব ব্রততী ভট্টাচার্যের বক্তব্য, পরীক্ষাসূচি তৈরির আগে অবশ্যই দেখা উচিত, পরীক্ষা পড়ুয়াদের উপরে চাপ ফেলছে কি না। অনেক সময় এটা দেখা হয় না বলেই সমস্যা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান কেশব ভট্টাচার্যের মনে করেন, একই প্রস্তুতিতে সব ক’টি পরীক্ষা হয়ে গেলে খারাপ হওয়ার কথা নয়।
‘‘সব বোর্ডের সঙ্গে আলোচনা করেই তারিখ ঠিক করা হয়েছে। যারা বিজ্ঞান শাখায় আইএসসি পরীক্ষা দিচ্ছে, প্রথমে তাদের প্র্যাক্টিক্যাল পরীক্ষা। তাই তাদের জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতিতে কোনও অসুবিধা হবে না। সিবিএসই দ্বাদশের পরীক্ষার্থীদেরও নয়,’’ বলছেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা।