Coronavirus

পড়ুয়ার প্রস্তাব

আইসিএমআর-এর পরামর্শ এবং সহায়তা নিয়ে এমন পদ্ধতি কাজে লাগানো যায় কি না, সেই প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাল অষ্টম শ্রেণির এক ছাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ০১:২০
Share:

প্রতীকী ছবি।

করোনা থেকে যাঁরা সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের শরীরে কোভিড-১৯ মোকাবিলার অ্যান্টিবডি ভাল পরিমাণে পাওয়া যাবে। গ্রুপ মিলিয়ে ওই সেরে ওঠা মানুষের শরীর থেকে অ্যান্টিবডির উপস্থিতি-সহ রক্ত করোনা রোগীর শরীরে পাঠাতে পারলে উপকার পাওয়া যেতে পারে। আইসিএমআর-এর পরামর্শ এবং সহায়তা নিয়ে এমন পদ্ধতি কাজে লাগানো যায় কি না, সেই প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাল অষ্টম শ্রেণির এক ছাত্র। চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকেও। দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্থি থানা এলাকার শিরাকোলের ছাত্র সুজিত ঠাকুর চিঠিতে ভবিষ্যতের কথা ভেবে পিপিই-র জন্য ন্যাশনাল রিপোজটরি তৈরি-সহ আরও কিছু প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement