আপ তিস্তা তোর্সা এক্সপ্রেসে এক ছাত্রীর শ্লীলতাহানি ও এক শিক্ষককে দুই যুবক মারধর করে বলে অভিযোগ। মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। ওই যাত্রীরা মালদহের জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে আরপিএফের ভুমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তাঁরা। জিআরপি সূত্রে জানা গিয়েছে, মারধরে আহত হয়েছেন শ্যামসুন্দর পাণ্ডে নামে এক ব্যাক্তি। তিনি জলপাইগুড়ির লাটাগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আপ তিস্তা তোর্সা এক্সপ্রেসের এস-৬ কামরায় ছিলেন শ্যামসুন্দরবাবু-সহ বেশ কয়েক জন ছাত্রছাত্রী। তাঁরা কলকাতা থেকে ট্রেনে উঠেন। বর্ধমানের খাগড়ার কাছে ওই কামরায় ওঠে দুই যুবক। ওই কামরার এক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ। ওই শিক্ষক প্রতিবাদ করলে তাঁকে গালিগালাজ করা হয়। পরে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে নেমে যায় ওই দুই যুবক। তার পরে জনা কুড়ি যুবক হামলা চালায়। মাথায় আঘাত লাগে ওই শিক্ষকের। সেই সময় রেলের কোনও নিরাপত্তারক্ষী আসেননি বলে অভিযোগ। মালদহ স্টেশনে পৌঁছলে অভিযোগ জানানো হয়। মালদহের জিআরপি-র আইসি কৃষ্ণগোপাল দত্ত বলেন, অভিযোগ পেয়েছি। সামসেরগঞ্জ স্টেশনে অভিযোগ পাঠানো হবে।