ঘেরাও বিশ্বভারতীতে

হস্টেলের আবাসিকদের এককালীন ছ’ মাসের থাকার খরচ এবং তিন মাসের খাওয়ার খরচ দিতে হবে। এই নতুন নিয়ম চালুর পরেই প্রতিবাদে ছাত্রপরিচালকে রাত পর্যন্ত ঘেরাও করলেন বিশ্বভারতীর আবাসিক ছাত্রছাত্রীরা। আটকা পড়লেন সহ-উপাচার্যও। বৃহস্পতিবার ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে পড়ুয়ারা বিশ্বভারতীর ছাত্র পরিচালক শমিত রায়কে একটি স্মারকলিপিও দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ২৩:০১
Share:

—নিজস্ব চিত্র।

হস্টেলের আবাসিকদের এককালীন ছ’ মাসের থাকার খরচ এবং তিন মাসের খাওয়ার খরচ দিতে হবে। এই নতুন নিয়ম চালুর পরেই প্রতিবাদে ছাত্রপরিচালকে রাত পর্যন্ত ঘেরাও করলেন বিশ্বভারতীর আবাসিক ছাত্রছাত্রীরা। আটকা পড়লেন সহ-উপাচার্যও। বৃহস্পতিবার ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে পড়ুয়ারা বিশ্বভারতীর ছাত্র পরিচালক শমিত রায়কে একটি স্মারকলিপিও দেন। আন্দোলনকারীদের অভিযোগ, হস্টেলের খাবারের মান না বাড়িয়ে এবং প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থা না করে কর্তৃপক্ষ এখন আবাসিক ছাত্রছাত্রীদের আর্থিক চাপে ফেলতে চাইছে। আগে হস্টেলের পরিকাঠামোর মান বাড়ানোর দাবি তাঁরা তুলেছেন।
বিশ্বভারতী সূত্রের খবর, ভর্তির সময়ে আবাসিক ছাত্রছাত্রীদের কাছে থেকে ভর্তির টাকা ছাড়া ছ’মাসের হস্টেল ফি এবং তিন মাসের খাওয়ার খরচ বাবদ কাউকে ৮ হাজার টাকা কাউকে ৬ হাজার ৩০০ টাকা এবং ছাত্রছাত্রীদের হস্টেল অনুযায়ী ভিন্ন পরিমাণে টাকা দিতে হয়। আবাসিক ছাত্রছাত্রীদের একটা অংশ এক সঙ্গে এই টাকা দেওয়ার বিরুদ্ধে। রাত পর্যন্ত ঘেরাও ওঠেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement