Bharat Dev Varma Death

হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে কলকাতায় মুনমুন সেনের স্বামী প্রয়াত, শোকস্তব্ধ কন্যা রাইমা ও রিয়া

ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ভরত দেববর্মা। ১৯৭৮ সালে বিয়ে হয়েছিল মুনমুন সেনের সঙ্গে। তাঁকে হারিয়ে শোকস্তব্ধ সেন পরিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১১:৩৩
Share:

(বাঁ দিকে) ভরত দেববর্মা, মুনমুন সেন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

প্রয়াত সুচিত্রা সেনের জামাই ভরত দেববর্মা। বয়স হয়েছিল ৮৩ বছর (আনুমানিক)। পরিবার সূত্রে জানা গিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আনন্দবাজার অনলাইনকে এই খবরে সিলমোহর দেন কন্যা রাইমা সেন। তিনি মা মুনমুন সেনের সঙ্গে দিল্লিতে। বাবার প্রয়াণের খবর পেয়েই মাকে নিয়ে কলকাতার উদ্দেশে তড়িঘড়ি রওনা দিয়েছেন।

Advertisement

১৯৭৮ সালে সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে বিয়ে দেন ভরত-মুনমুনের। স্বামীর অনুমতিতেই অভিনয়ে আসেন মুনমুন। মেয়ে-জামাইয়ের এই সিদ্ধান্ত মেনে নিতেন পারেননি সুচিত্রা। জানা যায়, এর জেরে নাকি তিনি এক বছর কথা বলেননি তাঁদের সঙ্গে। মুখ দেখেননি ভরত-মুনমুনের। পরে অবশ্য সেই মনোমালিন্য মিটে যায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও আসেন সুচিত্রা-কন্যা। তখনও স্বামীর সমর্থন পেয়েছিলেন তিনি। এ ভাবেই এক সঙ্গে ৪৬ বছর কাটিয়ে দিয়েছেন তাঁরা। বিবাহিত জীবনে কখনও কোনও অশান্তির আঁচ পড়তে দেননি তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement