ট্রাফিক পুলিশকে চড় মারার ঘটনায় তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ফুটবল খেলোয়াড় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি পরোয়ায়ায় স্থগিতাদেশ জারি করল বারাসত আদালত। বৃহস্পতিবার আদালতের জেলা বিচারক অমিতাভ চট্টোপাধ্যায় প্রসূনবাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ১৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন। আগামী ২০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।
বুধবার বারাসত আদালতে মামলার শুনানি চলাকালীন সরকারি আইনজীবী জামিনের স্থগিতাদেশের বিরোধিতা করেননি। প্রসূনবাবুর আইনজীবী রাজদীপ মজুমদার বিচারককে বলেন, তাঁর মক্কেল স্বনামধন্য খেলোয়াড়। ২০১২ সাল থেকে তিনি সাংসদও। কোনও ভাবেই তিনি পালিয়ে যেতে পারেন না। ইতিমধ্যেই তিনি দু’দুবার তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করেছেন। রাজদীপবাবু আরও জানান, সিআরপিসি-র (ফৌজদারি কার্যবিধি) ৪১-এ ধারায় অভিযুক্ত তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করলে তাকে পলাতক বলা যায় না। তাই প্রসূনবাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা অর্থহীন।
মামলার সরকারি কৌঁসুলি শান্তময় বসু অভিযুক্ত পক্ষের আইনজীবীর সুরে সুর মিলিয়েই বলেন, ‘‘তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করলে সাংসদকে কী ভাবে পলাতক বলা যাবে?’’ প্রসঙ্গত, চড়-কাণ্ডে ১৭ জুলাইয়ের মধ্যে তাঁকে গ্রেফতারের নির্দেশ দেয় বিধাননগর মহকুমা আদালত। এ দিন রায় জানার পরে হাওড়ায় ডুমুরজেলায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রসূনবাবু বলেন, ‘‘তদন্তের স্বার্থে পুলিশকে সব সময়ে সহযোগিতা করে এসেছি। প্রয়োজনে আবারও করব।’’