প্রতীকী চিত্র।
বিভিন্ন ঘটনায় রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহার ও রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে আগামী ২৮ অগস্ট রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভের ডাক দিল একাধিক সংগঠন। জাতীয় স্তরে ১৬৬টি সংগঠন এই দাবিতে প্রচারাভিযান চালাচ্ছে। এ রাজ্যেও বিভিন্ন মানবাধিকার সংগঠন, ছাত্র-ছাত্রী ও নারীবাদী সংগঠন, গণসংগঠন, প্রতিবাদী মঞ্চ এবং ব্যক্তিবর্গের তরফে মঙ্গলবার কলকাতা ও শিলিগুড়ি থেকে ২৮ তারিখের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহ ও দমনমূলক আইন প্রত্যাহার, রাজ্য সরকার দ্বারা ইউএপিএ প্রয়োগ বন্ধ করার ঘোষণা, রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তি ও বিচারাধীনদের জামিনের সাংবিধানিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি এবং গণ-আন্দোলনের কর্মীদের উপর থেকে ‘মিথ্যা মামলা’ তুলে নেওয়ার দাবি রয়েছে ওই সংগঠনগুলির। তারা জানিয়েছে, কলকাতা, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া-সহ বিভিন্ন জেলা শহর এবং ব্লক ও পঞ্চায়েত স্তরে ২৮ তারিখ অবস্থান-বিক্ষোভ ও প্রতিবাদ হবে।