ফাইল চিত্র
প্রত্যন্ত গ্রামাঞ্চলে আয়োজিত টিকা শিবিরে এ বার রাজ্য লিগাল সার্ভিসেস অথরিটির স্বেচ্ছাসেবকদের কাজে লাগানোর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কোভিড নিয়ন্ত্রণ ও টিকাকরণের পরিকাঠামো গড়ে তোলার আবেদন সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার এই নির্দেশ দেন হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল।
টিকাকরণের কাজে রাজ্যকে যাতে সব রকম সহযোগিতা করা হয়, রাজ্য লিগ্যাল সার্ভিসেস অথরিটির সদস্য-সচিবকে সেই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ওই বেঞ্চ। প্রত্যন্ত গ্রামে টিকাকরণ শিবিরের আয়োজন হলে প্রতিবন্ধীদেরও প্রতিষেধক পেতে সুবিধে হবে, বক্তব্য হাই কোর্টের।
এ ছাড়াও কোভিডে মৃতদের ক্ষতিপূরণের যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সে ব্যাপারেও রাজ্যের অবস্থান জানতে চেয়েছে হাই কোর্ট। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘নির্দেশ মেনেই জেলা থেকে নামের তালিকা পাঠানো হচ্ছে স্বাস্থ্য দফতরে।’’ করোনা সংক্রান্ত যে ওয়েবসাইট তৈরির কথা আদালত বলেছিল, তারও ব্যবস্থা হচ্ছে বলেন জানান সৌমেন্দ্রনাথ।
টিকাকরণ সংক্রান্ত অভিযোগ নিয়ে সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দেয় আদালত। হাই কোর্টের নির্দেশ, এখন সব পক্ষের অভিযোগ জমা করতে হবে অ্যাডভোকেট জেনারেলের কাছে এবং আদালতে। এ বিষয়ে আবেদনকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্যের সাহায্য নিতে পারেন অ্যাডভোকেট জেনারেল। তার পর সেই বিষয়গুলি খতিয়ে দেখে রাজ্যের স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলবেন তিনি।