ছবি: সংগৃহীত।
জাতীয় মেডিক্যাল কমিশন বা এনএমসি-র নিয়মবিধি অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসারের (আরএমও) বা আবাসিক মেডিক্যাল অফিসারের পদ তুলে দিল। তার বদলে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিসে নিয়োগ শুরু হবে সহকারী শিক্ষক-চিকিৎসকের পদ থেকে। সেই বিষয়ে গেজেট-বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য শিবির সূত্রে জানা গিয়েছে, সহকারী শিক্ষক-চিকিৎসকের ৫০ শতাংশ পদে সরাসরি নিয়োগ করতে পারবে হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড। বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেটর, আরএমও এবং ক্লিনিক্যাল টিউটরের পদে যে-সব চিকিৎসক রয়েছেন, তাঁরা পদোন্নতির সুবাদে বাকি ৫০ শতাংশ আসনে সুযোগ পাবেন। আবার পোস্ট গ্র্যাজুয়েট হওয়ার পরে পাঁচ বছরের পোস্ট ডক্টরাল (ডিএম, এমসিএইচ) ডিগ্রি পেলে এবং সুপার স্পেশালিটি পদে দু’বছরের অভিজ্ঞতা থাকলে অ্যাসোসিয়েট প্রফেসরে পদে উন্নীত হওয়ার সুযোগ মিলবে। যোগ্য প্রার্থী না-মিললে অবশ্য সরাসরি নিয়োগ করবে হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড। একই ভাবে অ্যাসোসিয়েট প্রফেসর থেকে পদোন্নতির সূত্রে প্রফেসর হওয়ার সুযোগ থাকছে। সেখানে প্রার্থী না-মিললে সরাসরি নিয়োগ হবে। তিনটি ক্ষেত্রেই বয়ঃসীমাও বেঁধে দেওয়া হয়েছে।