বৃহস্পতিবারই সংস্থার পক্ষ থেকে রাজ্যকে অনুষ্ঠানিক ভাবে দিল্লিতে এই সম্মান নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ফাইল ছবি
ফের শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ‘স্কচ’ পুরস্কার পেল রাজ্য সরকার। ‘স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট ২০২১’ এই বিভাগে শিক্ষাব্যবস্থায় প্রথম স্থান অধিকার করার জন্য এই সম্মান পেয়েছে রাজ্য।
এর আগেও একাধিক বিভাগে ‘স্কচ’ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। অর্থ, পর্যটন এবং নারী ও শিশু কল্যাণ দফতর এই সম্মান পেয়েছে। ‘স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ডস’ পায় পর্যটন দফতর। আবারও এই পুরস্কার পেল শিক্ষা দফতর। বৃহস্পতিবারই সংস্থার পক্ষ থেকে রাজ্যকে অনুষ্ঠানিক ভাবে দিল্লিতে এই সম্মান নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
সাধারণ ভাবে দফতরের মন্ত্রী বা বিভাগের প্রধান এই পুরস্কার নিয়ে থাকেন। ২০২০ সালে মহিলা ও শিশু কল্যাণের পক্ষ থেকে দফতরের মন্ত্রী শশী পাঁজা পুরস্কার নেন। এ বার সম্ভবত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পুরস্কার নিতে পারেন। ১৮ জুন পুরস্কার নিতে তাঁর দিল্লি যেতে পারেন শিক্ষামন্ত্রী।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।