Dilip Ghosh

Dilip Ghosh: বার্লা-নিশীথরা বাংলা ভাগ করতে চাইলে কেন্দ্রে নালিশ জানাবে রাজ্য বিজেপি, বললেন দিলীপ

মন্ত্রী হওয়ার পরেও বার্লা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি থেকে সরেননি। আলাদা রাজ্যের পক্ষে সওয়াল করেছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ০৫:৫১
Share:

দুই সাংসদের বিরুদ্ধে নালিশের হুমকি দিলীপের।

উত্তরবঙ্গের কেন্দ্রীয় মন্ত্রীরা কেউ বাংলা ভাগের দাবি তুললে রাজ্য বিজেপি তাঁর বিরুদ্ধে দিল্লিতে নালিশ জানাবে। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেও জন বার্লা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি থেকে সরেননি। আলাদা রাজ্যের পক্ষে আগে সওয়াল করেছিলেন কেন্দ্রের বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও

Advertisement

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার কারও নাম না-করেও বলেন, ‘‘বিজেপি পশ্চিমবঙ্গ ভাগের বিরুদ্ধে। এটাই দলের অবস্থান। যদি কেন্দ্রে মন্ত্রী হয়েও জন বার্লা বা কেউ এমন কিছু বলেন, তবে আমাদের দলের উপর তলায় তা জানাতে হবে।’’ কাকে জানাবেন? দিলীপবাবুর জবাব, ‘‘দল এবং সরকার—দু’দিকেই বলব।’’ একই সঙ্গে অবশ্য তাঁর বক্তব্য, ‘‘উত্তরবঙ্গের দাবিদাওয়া নিয়ে বার্লা সরব হতেই পারেন। সেটাই বিজেপির সাংসদ, বিধায়কদের পক্ষে স্বাভাবিক।’’

এ দিকে, নিশীথ কেন্দ্রে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পরে রাজ্যে তাঁর ‘ভূমিকা’ কী হতে পারে, সেই চর্চাও বেড়েছে। তিনি নিজে অবশ্য এ দিন তাঁর আগামী দিনের কাজ সম্পর্কে বলার ক্ষেত্রে খুবই সংযত ছিলেন। তবে পর্যবেক্ষকদের অনেকের ধারণা, ভোট-পরবর্তী ‘হিংসা’ নিয়ে বিজেপি যে ভাবে সরব হয়েছে, তাতে মন্ত্রী নিশীথের পরবর্তী কার্যক্রমের প্রথম ধাপে ওই বিষয়টি গুরুত্ব পেতে পারে।

Advertisement

বিজেপির ভিতরেও অনেকে মনে করছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদটি রাজ্য প্রশাসনের উপর ‘চাপ’ রাখতে সহায়ক হতে পারে। তবে তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, ‘‘আইনশৃঙ্খলা মূলত রাজ্যের এক্তিয়ার। তাই কেউ চাইলেও সেখানে ইচ্ছেমতো হস্তক্ষেপ করতে পারেন না। তা করতে গেলে বরং হিতে বিপরীত হওয়ার আশঙ্কাও থেকে যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement