প্রতীকী ছবি।
আমপান-পরবর্তী পরিস্থিতিতে কেন্দ্রীয় সাহায্যের জন্য প্রস্তাব শেষ পর্যন্ত সর্বদল হবে কি না, তা নিয়ে ক্রমেই সংশয় তৈরি হচ্ছে। শাসক দলের সঙ্গে আলোচনায় অন্য বিরোধীরা সহমতের অবস্থানে পৌঁছলেও মূলত বিজেপির ভিন্ন সুরের কারণেই জটিলতা দেখা দিয়েছে।
গত দু’দিন ধরে শাসক ও বিরোধী দলগুলির মধ্যে প্রস্তাবের খসড়া নিয়ে কথা হলেও বিজেপির আপত্তি বহাল রয়েছে। এই সম্পর্কিত কমিটির ভারপ্রাপ্ত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুক্রবারও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেছেন। সরকারি সূত্রে খবর, আমপানকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণার দাবিতে সম্মতি নেই বিজেপির। একই সঙ্গে ওই প্রস্তাবে আমপানের পরে প্রধানমন্ত্রীর রাজ্য সফর এবং এক হাজার কোটি টাকা অনুদান ঘোষণার বিষয়টি এই প্রস্তাবে জুড়তে চাইছে বিজেপি। আলোচনার সময়ে পার্থবাবুর কাছে এই ইচ্ছার কথা জানিয়েছেন দিলীপবাবু। রাজ্যের প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে এই রকম সর্বদল প্রস্তাবে সে কথা যে উল্লেখ করা যায় না, তা বোঝানোর চেষ্টা করেন পার্থবাবু। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি তা মানতে চাননি। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ও কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য অবশ্য দ্বিতীয় দফার খসড়া নিয়েও পার্থবাবুর সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন।
এই নিয়ে প্রশ্ন করা হলে পার্থবাবু বলেন, ‘‘রাজ্যবাসীর স্বার্থে মুখ্যমন্ত্রী একটা ঐক্যবদ্ধ পদক্ষেপ করতে চেয়েছিলেন। সেখানে দলীয় রাজনীতির ভাবনা ছেড়ে এগিয়ে আসতে হবে আমাদের। বিজেপি তা না করলে মানুষের কাছে জবাবদিহি করতে হবে তাদের।’’ তবে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহের বক্তব্য, ‘‘আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে আমাদের কোনও বক্তব্যই যদি জায়গা না পায়, তা হলে আমরা কী করব, সেটাও ভেবে দেখতে হবে।’’