বাঁদিকে ববিতা সরকার। ডান দিকে অঙ্কিতা অধিকারী। — ফাইল ছবি।
আদালতের নির্দেশে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার ফেরানো দ্বিতীয় কিস্তির টাকাও দিতে হবে মামলাকারী ববিতা সরকারকে। নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।শুক্রবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ জানাল, দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে জমা দিয়েছেন অঙ্কিতা অধিকারী। ওই টাকা হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে রয়েছে। দু’ সপ্তাহের মধ্যে সেখান থেকে ওই টাকা সংগ্রহ করতে পারবেন ববিতা। দ্বিতীয় কিস্তিতে মোট সাত লক্ষ ৯৬ হাজার ৪২১ টাকা ফেরত দিয়েছেন অঙ্কিতা অধিকারী।
৭ জুন প্রথম কিস্তির টাকা জমা করেছিলেন অঙ্কিতা। সেই টাকাও তুলে দেওয়া হয়েছে মামলাকারী বাবিতার হাতে। এক হাজার ৮৭ টাকা সুদ-সমেত ওই টাকার পরিমাণ ছিল সাত লক্ষ ৯৮ হাজার ২৯৯ টাকা।অভিযোগ, এসএসসির মেধাতালিকায় নাম ছিল না অঙ্কিতা অধিকারীর। ‘প্রভাব’ খাটিয়ে চাকরিটি তিনি পেয়েছিলেন। যোগ্য হয়েও বঞ্চিত হয়েছিলেন ববিতা সরকার। পরে তিনিই মামলা করেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় পরেশ-কন্যা অঙ্কিতার। ৪৩ মাস ধরে শিক্ষিকার চাকরিতে যে বেতন তিনি পেয়েছিলেন, তা দুই কিস্তিতে ফেরানোর নির্দেশ দেয় হাই কোর্ট।