অঙ্কিতা অধিকারী (বাঁ দিকে) এবং ববিতা সরকার (ডান দিকে)। ফাইল ছবি।
রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর ফেরানো বেতনের প্রথম কিস্তির টাকা হাতে পেলেন মামলাকারী ববিতা সরকার। অঙ্কিতা দ্বিতীয় কিস্তির টাকাও জমা দিয়েছেন বলে হাই কোর্টে দাবি আইনজীবীর।
মেধাতালিকার বাইরে থেকেও নিয়োগের ঘটনায় চাকরি গিয়েছে মন্ত্রীকন্যা অঙ্কিতার। তাঁর জায়গায় চাকরিতে যোগ দিয়েছেন যোগ্য প্রার্থী ববিতা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অঙ্কিতার চাকরি বাতিলের পাশাপাশি ৪৩ মাস ধরে পাওয়া বেতনও দু’কিস্তিতে ফেরত দিতে হবে। সেই টাকার প্রথম কিস্তি বৃহস্পতিবার হাতে পেলেন মামলাকারী ববিতা। ১ হাজার ৮৭ টাকা সুদ-সহ ৭ লক্ষ ৯৮ হাজার ২৯৯ টাকা পেলেন ববিতা। দ্বিতীয় কিস্তির টাকাও অঙ্কিতা জমা করে দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। অঙ্কিতা প্রথম কিস্তির টাকা জমা করেছিলেন গত ৭ জুন। সেই টাকাই সুদসমেত পেলেন ববিতা।