SSC

Partha Chatterjee: উনি তো পালিয়ে যাচ্ছেন না, তা-ও গ্রেফতার কেন? আদালতে সওয়াল পার্থের আইনজীবীর

আদালতে পার্থকে হাজির করানোর পর, তাঁকে ১৪ দিন নিজেদের হেফাজতের আবেদন করে ইডি। পার্থের আইনজীবী তাঁর বিরোধিতা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৮:৫১
Share:

পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। — নিজস্ব চিত্র।

আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। কিন্তু শেষ পর্যন্ত তা খারিজ হয়ে যায়। তাঁকে দু’দিন ইডির হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

Advertisement

শনিবার ব্যাঙ্কশাল আদালতে পার্থকে হাজির করানোর পর, তাঁকে ১৪ দিনে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেন ইডির আইনজীবী। পার্থের আইনজীবী তাঁর বিরোধিতা করেন। তিনি বলেন, ‘‘ওঁর কাছ থেকে কোনও টাকা পাওয়া যায়নি। বাড়ি থেকে যে নথি পাওয়া গিয়েছে, তা সবই প্রতিলিপি। আসল কোনও নথি পাওয়া যায়নি।’’ পাশাপাশি পার্থের আইনজীবী বলেন, ‘‘ওঁর ৭০ বছর বয়স হয়েছে। আর উনি পালিয়েও যাচ্ছেন না।’’ এসএসসি দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। এর আগে সিবিআইয়ের তলবেও হাজিরা দিয়েছেন পার্থ। আদালতে সেই উদাহরণ টানেন পার্থর আইনজীবী। তিনি বলেন, ‘‘সিবিআই যত বার যেতে বলেছে তত বার তিনি গিয়েছেন।’’

ইডির আইনজীবী পাল্টা যুক্তি দেন, রাজ্যের ১৪টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। তার মধ্যে দু’জন ‘সন্দেহভাজন’ বলেও দাবি করেন ইডির আইনজীবী। ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে। সেই তথ্যও আদালতে পেশ করেন ইডির আইনজীবী। সেই টাকা কোথা থেকে এল, টাকা পাচার করা হয়েছিল কি না, এর মধ্যে চাকরিপ্রার্থীদের টাকা রয়েছে কি না— তা জানতে পার্থকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে পাল্টা যুক্তি দেন ইডি-র আইনজীবী।

Advertisement

শনিবার সাংসদ এবং বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালত বন্ধ ছিল। তার ফলে পার্থকে হেফাজতে নেওয়া বা তাঁর জামিনের আবেদনের শুনানি হয়নি। সোমবার ওই নির্দিষ্ট আদালত খোলার পর বিষয়টির নিষ্পত্তি হবে। আপাতত দু’দিন ইডি-র হেফাজতে থাকবেন পার্থ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement