SSC Recruitment Scam

চাকরি করে দেওয়ার কথা বলেছিলেন সুজন, দিলীপ, শুভেন্দুরা, আমি বেআইনি কাজে রাজি হইনি: পার্থ

আদালতে ঢোকার মুখে বিরোধী রাজনৈতিক দলের তিন নেতার নাম করলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, যে সমস্ত নেতা এখন ‘বড় বড়’ কথা বলছেন তাঁরাই পার্থকে তদ্বির করেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১২:৫২
Share:

আদালতে ঢোকার মুখে বিরোধী রাজনৈতিক দলের তিন নেতার নাম করলেন পার্থ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

আদালতে ঢোকার মুখে বিরোধী রাজনৈতিক দলের তিন নেতার নাম করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, যে সমস্ত নেতা এখন ‘বড় বড়’ কথা বলছেন তাঁরাই পার্থকে চাকরির জন্য বিভিন্ন লোকের নাম পাঠিয়ে তদ্বির করেছিলেন। পার্থের আরও দাবি, তিনি জানিয়ে দিয়েছিলেন, বেআইনি কাজ করতে পারবেন না।

Advertisement

বৃহস্পতিবার আদালতে ঢোকার পথে পার্থ বলেন, ‘‘যে সুজন চক্রবর্তী, দিলীপবাবু, শুভেন্দুবাবুরা বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন? ২০০৯-১০-এর সিএজি রিপোর্ট পড়ুন। সমস্ত জায়গায় তদ্বির করেছেন, কারণ, আমি তাঁদেরকে বলেছি করতে পারব না। আমি নিয়োগকর্তা নই। এ ব্যাপারে কোনও সাহায্য তো দূরের কথা আমি কোনও কাজ বেআইনি করতে পারব না। শুভেন্দু অধিকারীর ২০১১-১২ সালটা দেখুন না! দেখুন না, কী করেছিলেন তাঁরা।’’

পার্থ নিয়োগ দুর্নীতিতে জড়িত হিসাবে নাম করেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। পার্থের অভিযোগের পাল্টা দিলীপ বলেন, ‘‘জেলে গিয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে। যে সময়ের কথা বলেছেন তখন আমি রাজনীতিতে আসিনি। এ সব চক্রান্ত করে লাভ হবে না। প্রমাণ হলে জেল খাটব। কিন্তু উনি তো বান্ধবীসমেত জেলে গিয়েছেন। টাকার পাহাড় সবাই দেখেছেন।’’

Advertisement

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘মাথা গোলমাল হলে অনেক কিছু হয়। ওঁর সার্কিটটা খারাপ হয়ে গিয়েছে। ২০০৯-১০ সালের কথা বলছেন, সেই সময় পার্থ কোথায় ছিলেন? তখন তো উনি সরকারের কেউ না বলেই আমার ধারণা। উনি তো বিরোধী দলে! মাথাটা খারাপ হয়ে গিয়েছে। কেন হবে না বলুন তো! অনুব্রতের পাশে দল আছে, পার্থের পাশে কেউ নেই। দিলীপ, শুভেন্দুর কথা বলতে পারব না। শুভেন্দু তখন তৃণমূলে ছিলেন। বাম আমলে এ রকম টাকার খেলা হয়েছে, খুঁজে বার করতে পারবেন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement