পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হল এসএসকেএমে। — নিজস্ব চিত্র।
ব্যাঙ্কশাল আদালত থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। হুইল চেয়ার বসে হাসপাতালে পৌঁছলেন মন্ত্রী। সেখানে তাঁর ডাক্তারি পরীক্ষা হবে। তাঁকে দু’দিন ইডির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
ব্যাঙ্কশাল আদালত থেকে বার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি। জানানো হয়, আর্থিক অনিয়মের অভিযোগে মামলা করা হয়েছে। প্রথমে তাঁর ১৪ দিনের হেফাজত চান ইডির আইনজীবী। অন্য দিকে, পার্থের আইনজীবী এর বিরোধিতা করেন। তাঁদের দাবি, আদালতে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি ইডি।দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত পার্থকে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। সোমবার ফের এই মামলা এমপি-এমএলএ কোর্টে উঠবে বলে জানিয়েছেন পার্থের আইনজীবী।
ডাক্তারি পরীক্ষার পর পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইতে পারে ইডি।
শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়। এসএসসি দুর্নীতির পিছনে গোটা তৃণমূল দলই জড়িত। তাই শুধু পার্থকে গ্রেপ্তার করলে হবে না। মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করতে হবে। শনিবার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের শিল্পমন্ত্রীকে ইডি’র গ্রেফতারি নিয়ে এমনটাই বললেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মন্তব্য, ‘‘শুধু ২০ কোটি টাকা নয়।দ্বিগুণ টাকা রয়েছে। খোঁজ নিলে আরও পাওয়া যাবে।’’
জোকা ইএসআই হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বেরিয়েছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, সেখান থেকে সরাসরি ব্যাঙ্কশাল আদালতে তোলা হতে পারে মন্ত্রীকে।
প্রায় ঘণ্টা দেড়েকের ডাক্তারি পরীক্ষার পর জোকার ইএসআই হাসপাতাল থেকে বের হন পার্থ। এ বার কি আদালতে নিয়ে যাওয়া হবে মন্ত্রীকে? না কি ইডি দফতরে নিয়ে গিয়ে আবার হবে জিজ্ঞাসাবাদ? চলছে জল্পনা।
শনিবার দুপুর দেড়টা নাগাদ জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরোন পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ইডির গাড়িতে ওঠার সময় পার্থকে জিজ্ঞাসা করা হয় তাঁর নেত্রীর সঙ্গে কথা হয়েছে কি না। যা উত্তরে পার্থের সংক্ষিপ্ত জবাব, ‘‘চেষ্টা করেছিলাম। পাইনি।’’
নিজেদের হেফাজতে নেওয়ার আগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা হল জোকা ইএসআই হাসপাতালে। প্রায় দেড় ঘণ্টা বাদে পার্থকে নিয়ে হাসপাতাল থেকে বের হন ইডি আধিকারিকরা।
শনিবার সকালে এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে জানা যায়, নাকতলার বাড়ি থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে সল্টলেক সিজিও দফতরে। পরে জানা যায়, তাঁকে সরাসরি তোলা হবে আদালতে। কিন্তু আবার বদলে যায় ইডির গাড়ির চাকা। গাড়ি বাঁকে বেহালার রাস্তার দিকে। পার্থের অফিসেও জাননি ইডি আধিকারিকরা। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে? ধোঁয়াশা। অবশেষে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়।
এই ইডি ‘সফর’-এর শুরুটা অবশ্য শুক্রবার। প্রথমে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার অব্যবহিত পরে খবর পাওয়া যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিংহ এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও হানা দেয় ইডি। তার মধ্য়েই খবর পাওয়া যায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও তদন্তে যান ইডি আধিকারিকরা। প্রায় ২৬ ঘণ্টা পার্থকে জিজ্ঞাসাবাদ চলে। শনিবার সকালে সিবিআই সূত্রে জানা যায়, তদন্তে সহযোগিতা করছেন না তৃণমূলের মহাসচিব। তাই তাঁকে গ্রেফতার করা হচ্ছে।