ফাইল চিত্র।
মমতার মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থর সংক্ষিপ্ত জবাব, ‘‘ঠিক বলেছেন।’’ সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি চাই, তিন মাসের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দাও। সত্যির বিচার হোক। এই ঘটনা কেউ করতে পারে বলে আমি নিজেও বিশ্বাস করি না। ঘটনা না রটনা— সেটার বিচার হবে। বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!’’
সিজিও কমপ্লেকে মঙ্গলবার পার্থ ও অর্পিতাকে জেরা করবে ইডি। নিরাপত্তার চাদরে ইডি দফতরকে মুড়ে ফেলা হয়েছে ।
‘দুর্নীতি’ মামলায় পার্থ ও অর্পিতাকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।
মঙ্গলবার সকাল ৬টা ৩৪ মিনিট নাগাদ ভুবনেশ্বর থেকে কলকাতায় নামে পার্থর উড়ান। বিমানবন্দর থেকে পার্থকে নিয়ে যাওয়া হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেখানে জেরা করবেন তদন্তকারীর।