রাজ্য বিজেপি দফতরে সংবর্ধনার পর দিলীপ ঘোষের সঙ্গে সাংবাদিক বৈঠকে শোভন চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র
বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি ঘিরে জল্পনা ছড়াল রাজনৈতিক মহলে। মঙ্গলবারের ওই বৈঠকে দলের রাজ্য কমিটির সদস্য ছাড়াও বিধায়ক এবং সাংসদদের ডাকা হয়েছিল। একই সঙ্গে ডাকা হয়েছিল জেলা সভাপতিরদেরও। এই বৈঠকে শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে জোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে।
স্বাভাবিক ভাবেই শোভনের অনুপস্থিতির কারণ নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, শোভন চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছিল। কিন্তু তিনি আসেননি। কেন আসেননি তা জানতে চাওয়া হবে। তবে বিজেপি সূত্রে খবর, যাঁরা ডাক পেয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই আসেননি। কেন আসেননি, তার কারণ জানতে চাওয়া হবে।
তাঁকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তার অবসান ঘটিয়েছেন শোভন নিজেই। পাল্টা তিনি আনন্দবাজারকে জানিয়েছেন, এই বৈঠকে যাওয়ার জন্য কারও কাছ থেকে কোনও ভাবেই আমন্ত্রণ পাননি।
আরও পড়ুন: বাংলাদেশে পুলিশভ্যানে হামলার ছকেই কলকাতায় কওসরকে ছিনতাইয়ের পরিকল্পনা করে ইজাজ
আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ১০০ কম্যান্ডো মোতায়েন করল পাকিস্তান, কড়া নজর রাখছে ভারত