State News

সিএএ-বিরোধী প্রস্তাব আজ

অধিবেশনের পরে আজ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকও হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ০২:০৭
Share:

—ফাইল চিত্র।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় জনসংখ্যাপঞ্জি (এনপিআর) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতায় প্রস্তাব পাশ করার লক্ষ্যে বিধানসভার বিশেষ অধিবেশন বসছে আজ, সোমবার।

Advertisement

পরিষদীয় সূত্রের খবর, সরকারি তরফে প্রস্তাব পেশ করার কথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল ছাত্র পরিষদের কর্মশালা ঘুরে বিধানসভায় এসে ওই প্রস্তাবের উপরে বক্তৃতা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভার আগের বিশেষ অধিবেশনেই সিএএ-বিরোধী প্রস্তাব জমা দিয়েছিল বিরোধী বাম ও কংগ্রেস। কিন্তু সেই প্রস্তাবের বয়ান খারিজ করে সরকার পক্ষ এ বার আলাদা করে খসড়া প্রস্তাব তৈরি করেছে। অধিবেশনের আগে আজ বিধানসভায় কার্য উপদেষ্টা (বিএ) কমিটিতে শাসক পক্ষের মনোভাব বুঝে নিয়ে প্রস্তাবের উপরে সংশোধনী আনতে পারে বিরোধীরা। তবে প্রস্তাবের পক্ষেই থাকবে তারা। অধিবেশনের পরে আজ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকও হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement