ফাইল চিত্র।
দলত্যাগ-বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক-পদ খারিজ হবে কি না, সেই বিষয়ে বিধানসভার ফয়সালা ঘোষণা হতে পারে আজ, শুক্রবার। বিধানসভা ভোটের পরে মুকুল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তাঁর বিধায়ক-পদ খারিজের জন্য বিধানসভার স্পিকারের কাছে আবেদন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আজ সেই আবেদনের উপরে তাঁর রায় দিতে পারেন বলে বিধানসভা সূত্রের খবর। ‘দলত্যাগী’ মুকুলকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করার বিরোধিতা সংক্রান্ত মামলা এখন সুপ্রিম কোর্টে। মুকুলের দলত্যাগ সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি বিধানসভায় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে হয়ে যাবে বলে ‘আশাপ্রকাশ’ করেছিল সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। সেই সময়সীমা মেনেই নিষ্পত্তি করতে চান স্পিকার। দীর্ঘ শুনানি-পর্বে মুকুল ও তাঁর আইনজীবীরা বারবার দাবি করেছেন, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক বিজেপিতেই আছেন। বিরোধী দলনেতা অবশ্য বলে রেখেছেন, বিধানসভার চেয়ে তাঁরা সুপ্রিম কোর্টের রায়ের উপরেই ভরসা রাখছেন বেশি।