ফাইল চিত্র।
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে মুকুল রায়ের নিয়োগ সংক্রান্ত মামলায় যে নির্দেশ কলকাতা হাই কোর্ট দিয়েছে, তার বিরুদ্ধে এ বার সুপ্রিম কোর্টে আবেদন করা হল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফে। মুকুলের বিরুদ্ধে দলত্যাগ-বিরোধী আইনে বিধায়ক-পদ খারিজের যে আবেদন জমা রয়েছে, সেই বিষয়ে স্পিকার কী সিদ্ধান্ত নিয়েছেন, তা ৭ অক্টোবরের মধ্যে জানাতে বলেছে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। অন্যথায় আদালত নিজেই পদক্ষেপ করতে পারে বলে জানিয়েছিল। কিন্তু স্পিকারের তরফে সর্বোচ্চ আদালতে দায়ের করা আবেদনে বলা হয়েছে, বিধানসভা সংক্রান্ত বিষয়ে স্পিকারকে এ ভাবে সময়সীমা বেঁধে দেওয়ার এক্তিয়ার নেই আদালতের। সুপ্রিম কোর্টে মঙ্গলবার ওই মামলা দায়ের হয়েছে বলে বিধানসভা সূত্রের খবর।