mukul roy

Mukul Roy: দলবদল: এ বার স্পিকার ডাকছেন মুকুলকে

বিজেপির প্রতীকে জিতে নির্বাচনের পরে তৃণমূলে যোগ দেন মুকুলবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ০৬:৫৬
Share:

ফাইল চিত্র।

দলত্যাগের অভিযোগ নিয়ে এ বার মুকুল রায়ের বক্তব্য শুনবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাই কৃষ্ণনগর (উত্তর)-এর এই বিজেপি বিধায়ককে নোটিস পাঠানো হচ্ছে। শুক্রবার দ্বিতীয় দিনের শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

বিজেপির প্রতীকে জিতে নির্বাচনের পরে তৃণমূলে যোগ দেন মুকুলবাবু। তারপর দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়কপদ খারিজের আবেদন জানায় বিজেপি। তার ভিত্তিতেই এই শুনানি শুরু হয়েছে। এ দিনের শুনানিতে দুই আইনজীবী সঙ্গে নিয়ে ওই আবেদনের পক্ষে নিজের ব্যাখ্যা দেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য শোনার পর অভিযোগটি গ্রহণ করেন স্পিকার। এ ব্যাপারে মুকুলবাবুর বক্তব্য জানতে তাঁকেও ডাকা হচ্ছে।

অন্যদিকে, এ দিনই নতুন পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তাতে অনুপস্থিত ছিলেন বিজেপির বিধায়কেরা। এই কমিটির চেয়ারম্যান পদে মুকুলবাবুর নিয়োগে আপত্তি জানিয়ে আগেই বৈঠক বয়কটের সিদ্ধান্ত জানিয়েছিলেন তাঁরা। দিল্লিতে থাকায় বৈঠকে আসতে পারেননি মুকুলবাবুও। তবে উপস্থিত সদস্যদের পিএসি’র কাজ এবং তাঁদের দায়িত্ব ব্যাখ্যা করেন বৈঠকের ভারপ্রাপ্ত তাপস রায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement