West Bengal Budget 2024-25

মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক সম্প্রচারে ‘অসুবিধা’! প্রেস কর্নার নিয়ে বিধানসভায় নতুন নিয়ম, ক্ষুব্ধ শুভেন্দু

তৃণমূলের অভিযোগ, শুভেন্দুর সাংবাদিক বৈঠকের কারণেই মুখ্যমন্ত্রীর বৈঠকের সরাসরি সম্প্রচারে অসুবিধা হয়েছে। তার পরই বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করে অভিযোগ জানায় তৃণমূল পরিষদীয় দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৯
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় (বাঁ দিকে) এবং শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

বিধানসভায় বাজেট পেশের পরে নিজের ঘর থেকেই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার প্রেস কর্নারেও তা সরাসরি সম্প্রচারিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় প্রেস কর্নারেই সাংবাদিক বৈঠক করছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসকদল তৃণমূলের অভিযোগ, শুভেন্দুর সাংবাদিক বৈঠকের কারণেই মুখ্যমন্ত্রীর বৈঠকের সরাসরি সম্প্রচারে অসুবিধা হয়েছে।

Advertisement

তার পরই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে অভিযোগ জানায় তৃণমূলের পরিষদীয় দল। পরিষদীয় দলের তরফে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন।

শুক্রবার সকাল থেকেই বন্ধ ছিল বিধানসভার প্রেস কর্নার। বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে প্রেস কর্নার ব্যবহার নিয়ে নতুন নিয়মের কথা জানিয়ে দেন বিধানসভার অধ্যক্ষ। তিনি জানান, অধিবেশনের সময় স্পিকারের অনুমতি না নিয়ে বিধানসভার প্রেস কর্নার ব্যবহার করা যাবে না। অনুমতি থাকলেও ৪৫ মিনিটের বেশি সাংবাদিক বৈঠক করা যাবে না।

Advertisement

স্পিকারের এই ঘোষণার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু। বিজেপির বক্তব্য, রাজ্যের শাসকদল বিরোধী দলের কণ্ঠরোধ করতে চাইছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement