রাজ্যে এল বর্ষা।—ফাইল চিত্র।
হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে গত শুক্রবার একই দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গে বর্ষার আগমণ ঘটেছে। আজ, শনিবার দুপুরের মধ্যেই রাজ্যের সব জেলাতে ঢুকে গেল বর্ষা। তার জেরে আগামী কয়েক দিন, পাহাড় থেকে সমতলে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কেরলে ১ জুন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে গিয়েছিল। এ রাজ্যে ৮ থেকে ১১ তারিখের মধ্যে সাধারণত বর্ষা ঢোকার সময়। এ বছর সামান্য বিলম্ব হলেও, নির্দিষ্ট সময়েই রাজ্যে বর্ষা ঢুকে গিয়েছে বলে মত আবহাওয়া বিজ্ঞানীদের।
এ দিন সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টিও হয়েছে। গতকাল থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে শুরু হয়েছে বৃষ্টি। অন্য দিকে উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর, দার্জিলিং-সহ পাহাড়ি এলাকা এবং তরাই-ডুয়ার্সেও বৃষ্টি চলছে। আগামী কয়েক দিন ভালই বৃষ্টি হবে এই জেলাগুলিতে।
আরও পড়ুন: ভারতীয় এলাকা জুড়ে নতুন মানচিত্র পাশ হয়ে গেল নেপাল পার্লামেন্টে
শুধু এ রাজ্যেই নয়, বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে মৌসুমি বায়ুর আগমনের পথ অনেকটাই প্রশস্ত হয়েছে। নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্র উপকূলে এই মুহূর্তে অবস্থান করছে। তার জেরে ওই অঞ্চলেও ভাল বৃষ্টি হচ্ছে। শুধু এ রাজ্যেই নয়, পশ্চিমবঙ্গের পর মৌসুমি বায়ু মহারাষ্ট্র, বিদর্ভ ও ছত্তীসগঢ়ের একাংশেও পৌঁছে গিয়েছে। উত্তরের দিকে এ রাজ্য হয়ে সিকিম-সহ উত্তর-পূর্ব ভারতেও অবস্থান করছে। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় বিহার-ঝাড়খণ্ডেও ঢুকতে চলেছে বর্ষা।