Train

কাউন্টারে মিলবে টিকিট, কোন রুটে কত লোকাল জানিয়ে দিল দক্ষিণ-পূর্ব রেল

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ৪০টি আপ ট্রেনের মধ্যে হাওড়া-মেদিনীপুর রুটে ১৩টি লোকাল চলবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ১৯:১৩
Share:

ফাইল চিত্র।

আগামী বুধবার রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা শুরু হচ্ছে। কোন রুটে, কত ট্রেন চলবে তা এ বার জানিয়ে দিল দক্ষিণ-পূর্ব রেল। আপাতত সিদ্ধান্ত হয়েছে, ১১ নভেম্বর মোট ৮১টি লোকাল ট্রেন চলবে। আগের সময়সূচি অনুযায়ী প্রতিদিন ৪০টি আপ এবং ৪১টি ডাউন ট্রেন চালানো হবে।

Advertisement

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ৪০টি আপ ট্রেনের মধ্যে হাওড়া-মেদিনীপুর রুটে ১৩টি লোকাল চলবে। ৮টি চলবে হাওড়া-পাঁশকুড়ার মধ্যে। হাওড়া-আমতা, হাওড়া-খড়্গপুরে ৪টি লোকাল চালানো হবে। ১টি করে চলবে সাঁতরাগাছি-পাঁশকুড়া, পাঁশকুড়া-দিঘা, মেচেদা-দিঘা, শালিমার-সাঁতরাগাছি এবং শালিমার-মেচেদা রুটে। ২টি করে চলবে হাওড়া-হলদিয়া, হাওড়া-মেচেদা এবং সাঁতরাগাছি-মেচেদার মধ্যে।

অন্য দিকে ৪১টি ডাউন ট্রেনের মধ্যে ১২টি লোকাল চলবে মেদিনীপুর-হাওড়ায়। ৮টি চলবে লোকাল পাঁশকুড়া-হাওড়া রুটে। খড়্গপুর-সাঁতরাগাছি রুটে চলবে ৫টি। ৩টি চলবে মেচেদা-হাওড়ায়। ২টো করে চলবে হলদিয়া-হাওড়া, সাঁতরাগাছি-শালিমার, ৪টি চলবে আমতা-হাওড়ায়। ১টি করে লোকাল চালানো হবে হাওড়া-বাগনান, দিঘা-পাঁশকুড়া, পাঁশকুড়া-সাঁতরাগাছি, দিঘা-মেচেদা, মেচেদা-সাঁতরাগাছি রুটে।

Advertisement

আরও পড়ুন: দিঘাগামী লোকাল ট্রেন বুধবার থেকেই, খুশি পর্যটক থেকে ব্যবসায়ীরা

ট্রেন পরিষেবা শুরু হলে স্বাস্থ্যবিধি মানতে হবে যাত্রীদের। কাউন্টার থেকে প্রতিদিনের টিকিট এবং সিজন টিকিট পাওয়া যাবে। লকডাউনের কারণে সিজন টিকিটের মেয়াদ অনেকেরই ফুরিয়ে গিয়েছিল। সে ক্ষেত্রে মেয়াদ বাড়ানো হবে। ভিড় নিয়ন্ত্রণে রেল পুলিশের পাশাপাশি রাজ্য প্রশাসনের সাহায্যও নেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement